শিক্ষা ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:৪৯

শিক্ষার্থীদের জন্য দ্রুত গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করছে ডাকসু

নিজস্ব প্রতিবেদক।। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র উদ্যোগে আগামী সপ্তাহ থেকে দ্রুত গতির ইন্টারনেট সেবার আওতায় আসছে টিএসসি। এবিষয়ে ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমাদের কাগজ পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-

'ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র উদ্যোগে আমাদের প্রাণের টিএসসিতে দ্রুত গতির ইন্টারনেট (ওয়াইফাই) সংযুক্তির কাজ চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আগামী দুই-তিন দিনের মধ্যেই উচ্চগতির এই ওয়াইফাই সেবা গ্রহন করতে পারবেন।

টিএসসি সম্মুখভাগে তিনটি এবং টিএসসি ক্যাফেটেরিয়ায় একটি উন্নত প্রযুক্তির হটস্পট দিয়ে নিরবিচ্ছিন্ন এই ওয়াইফাই সেবা প্রদান করা হবে।

কৃতজ্ঞতাঃ 'আমরা নেটওয়ার্কস লিমিটেড।'
বাস্তবায়নেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।