শিক্ষা ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:১৩

বশেমুরবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা

ডেস্ক রিপোর্ট।। 

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বহিরাগত সন্ত্রাসীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে আজ ২১ সেপ্টেম্বর, শনিবার জোরপূর্বক ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে যোগ দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছিলেন বাইরে থাকা শিক্ষার্থীরা। পথে বিভিন্ন স্থানে তাদের আটকে মারধোর করে সন্ত্রাসীরা।

সকালে আন্দোলনে অংশ নিতে আসা শিক্ষার্থীদের আটকাতে গোপালগঞ্জের সোনাকুড় নামক স্থানে ভিসিপন্থীরা অটোরিকশা আটকে দেয়। পরে একযোগে পায়ে হেঁটে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয় আন্দোলনকারীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকলে হঠাৎ করে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এসময় ক্যাম্পাসের বর্তমান অবস্থা ফেসবুক লাইভ করায় দেশ রূপান্তর ও বাংলাদেশ টুডে-এর প্রতিনিধিকেও মারধোর করে সন্ত্রাসীরা। এসময় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।  

গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফাতেমা-তুজ-জিনিয়া নামের ওই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় প্রশাসন।

তবে বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ভর্তি বাণিজ্য, নারী কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগে বাণিজ্য ও স্বৈরাচারী শাসনের অভিযোগ তুলে গত ১৭ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবি করে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।