মুক্তিযুদ্ধ ২৯ জুলাই, ২০১৯ ০৮:৪০

মুক্তিযোদ্ধা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

মুক্তিযোদ্ধাদের জন্য ৫০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ঢাকার পাশে কেরানীগঞ্জে গত শুক্রবার হাসপাতালটির ভিত্তি স্থাপন করেন প্রধান উদ্যোক্তা মুক্তিযোদ্ধা সুপ্রিম কাউন্সিলের আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী।

হাসপাতালটিতে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ফিজিওথেরাপি সেন্টার, ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয় ও মুক্তিযোদ্ধা অবকাশ কেন্দ্র থাকবে।

কেরানীগঞ্জের তারানগরের বেউতায় মুক্তধারা আবাসিক প্রকল্পে ২২ বিঘা জমির উপর নির্মিত হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। এটি বাস্তবায়নে সহযোগিতা করছে মুক্তধারা আবাসন প্রকল্প।

উদ্বোধনকালে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী জানান,  ২০২০ সালের ১ জানুয়ারি থেকে মিনি হাসপাতাল হিসেবে এখানে চিকিৎসা কার্যক্রম শুরু হবে। এরপর পরবর্তী দেড় বছরের মধ্যে এই কমপ্লেক্স সম্পূর্ণ কাজ শেষ করে কার্যক্রম শুরু হবে।

এককালীন এক লাখ টাকা দিয়ে মুক্তিযোদ্ধারা এই হাসপাতালের শেয়ার হোল্ডার হতে পারবেন। এছাড়া যারা এক সঙ্গে এত টাকা দিতে পারবেন না তাদের জন্য প্রাথমিক ১০ হাজার টাকা দিয়ে সদস্যপদ নিতে হবে। তারপর প্রতি মাসে কিস্তিতে এক লাখ টাকা পরিশোধ করে শেয়ার কেনা যাবে।