শিক্ষা ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৫৯

ভর্তি পরীক্ষার্থীদের জন্য ঢাবি ছাত্রলীগের অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক।। 

ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে প্রথমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় কাগজপত্র ডাউনলোড ও প্রিন্ট সেবা দিচ্ছে ঢাবি ছাত্রলীগ। 

এবিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছেন। আমাদের কাগজ পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-

শুক্রবারের স্ট্যাটাস: 'ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনেক সময়ই এডমিট কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে না। ট্র্যাফিক জ্যামের কারণে শেষ মুহূর্তে নিয়ে আসাও কষ্টকর। ছাত্রলীগের মাধ্যমে ডাকসু ভবন থেকে প্রয়োজনীয় কাগজপত্র ডাউনলোড ও প্রিন্ট করার ব্যবস্থা থাকবে। বিশেষ প্রয়োজনে- ০১৩০৩১৯৫৮২২'
এবং 
আজকের (শনিবার) স্ট্যাটাস: 'ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনেক সময়ই এডমিট কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে না। ট্র্যাফিক জ্যামের কারণে শেষ মুহূর্তে নিয়ে আসাও কষ্টকর। ছাত্রলীগের মাধ্যমে ডাকসু ভবন থেকে প্রয়োজনীয় কাগজপত্র ডাউনলোড ও প্রিন্ট করার ব্যবস্থা থাকবে।' 

এবিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আমাদের এই সেবা চলমান থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কোন শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হলে তাদের সেবা দিতে সদাপ্রস্তুত ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ইতিপূর্বের এবারের ঢাবির পরীক্ষাগুলোতে ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের কেন্দ্র দেখিয়ে দেওয়া, পানি, কলম দেওয়াসহ "জয় বাংলা" বাইক সার্ভিস দিয়ে আসছে ছাত্রলীগ। 

এছাড়া অভিভাবকদের জন্য বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে ঢাবি ছাত্রলীগের পক্ষ থেকে।  

ভর্তিচ্ছু শিক্ষার্থীর এক অভিভাবক বলেন , ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যে কাজটি করে যাচ্ছে এরকম সেবা আর কোথাও পাওয়া যাবে বলে মনে হয়না। আজ ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস না থাকলে আমার মেয়ে হয়তো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত না।