আন্তর্জাতিক ৮ ডিসেম্বর, ২০২২ ০২:২৬

ইন্দোনেশিয়ায় থানায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ অফিসারসহ ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (৭ ডিসেম্বর) সকালে দেশটির পশ্চিম জাভা প্রদেশের বান্দুংয়ে আস্তানা আনিয়ার থানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্য স্ট্রেইটস টাইম-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির ন্যাশনাল পুলিশ প্রধান জেনারেল লিস্টিও সিগিত প্রবোও ঘটনাস্থল পরিদর্শন করার পর এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে এক পুলিশ অফিসার আহতদের মধ্যে ৯ জনই পুলিশ কর্মকর্তা।

বান্দুং শহরের পুলিশ প্রধান আসউইন সিপায়ুং ইন্দোনেশিয়ার কমপাস টিভিকে বলেছেন, আজ সকালে সমাবেশের জন্য পুলিশেরা যখন সারিবদ্ধ হচ্ছিলেন তখন এক ব্যক্তি আস্তানা আনিয়া থানায় প্রবেশ করেন এবং বোমা বিস্ফোরণ ঘটান। 

এদিকে এ হামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল পুলিশের পাবলিক ইনফরমেশন ব্যুরো। সংস্থাটির প্রধান আহমেদ রামাদান বলেছেন, ‘বান্দুং পুলিশ ইন্দোনেশিয়ার সন্ত্রাস দমন ইউনিটের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি তদন্ত করছে। 

অন্যদিকে, আঙ্গুলের ছাপ এবং মুখের শনাক্তকরণ পদ্ধতিতে সন্দেহভাজন অপরাধীকে আগুস সুজাতনো ওরফে আগুস মুসলিম হিসাবে শনাক্ত করা হয়েছে। যিনি ২০১৭ সালে বান্দুং-এর একটি সরকারি অফিসের আঙ্গিনায় প্রেসার-কুকার বোমা বিস্ফোরণের পর গ্রেপ্তার হয়েছিলেন। ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুসকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়।

 

আমাদের কাগজ//টিএ