সারাদেশ ৮ ডিসেম্বর, ২০২২ ০১:৩০

বিএনপি লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে : কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ আগামী সমাবেশ ১০ই ডিসেম্বর নিয়ে চলছে যত যল্পনা-কল্পনা। এবার বিএনপিকে ঘিরে আবারও বিস্ফোরক মূলক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,  বিএনপি লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন,  বিএনপি দেশে আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে। ১০ই ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে তারা জঙ্গিদের মাঠে নামিয়েছে। লাশ ফেলার দুরভিসন্ধি বুধবার(৮ ডিসেম্বর) কার্যকর করেছে তারা। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ঢাকার দুই সিটির মেয়র ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ কথা বলেন। 

 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ রাস্তায় পড়ে ছিল, সেই ছবি মিডিয়া দেখায়নি। তারা বিআরটিসি বাস পুড়িয়েছে, সেই ছবি মিডিয়া দেখাবে না। এই দুর্বব্যহার কেন করা হচ্ছে?’

গণমাধ্যমে প্রচার বিষয়ে তিনি বলেন, ‘মিডিয়ার একটি অংশ কেন একটি পক্ষ নিচ্ছে? এটা আমার অভিযোগ। কক্সবাজারে এত বড় সমাবেশ, মিডিয়া ঠিকভাবে দেখায়নি। মিডিয়ার কাছে আমরা প্রত্যাশা করি তারা যা দেখবে, তা-ই দেখাবে। আমরা সত্যকে তুলে ধরার আহ্বান জানাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাস্তা বন্ধ করে সমাবেশ আমরা করতে দেবো না। আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশ মহানগর নাট্যমঞ্চে হবে। জনগণের ভোগান্তি দেওয়া যাবে না।’

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম প্রমুখ।

আমাদের কাগজ/এম টি