অর্থ ও বাণিজ্য ৩০ নভেম্বর, ২০২২ ০৯:২৪

রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারের নিচে

নিজস্ব প্রতিবেদক: ডলার বিক্রির কারণে নানা পদক্ষেপ সত্ত্বেও দিন দিন কমে যাচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এবার রিজার্ভ নেমেছে ৩৩ বিলিয়ন ডলারের ঘরে। আজ বুধবার দিনশেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। এটি গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। যদিও ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ আরও অনেক কম। গত ১৫ মাসের ব্যবধানে রিজার্ভ কমেছে প্রায় ১৪ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভ যে গতিতে কমছে তা অবশ্যই শঙ্কা ও উদ্বেগের কারণ। তাই রিজার্ভ সাশ্রয়ে নতুন পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বাধ্য হয়েই রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। এতে প্রতিদিনই কমে যাচ্ছে রিজার্ভ। এ ছাড়া প্রতি দুই মাস পর পর আকুর পেমেন্টের পেছনেও বড় অঙ্কের রিজার্ভ খরচ হচ্ছে।

জানা গেছে, বিলাসি পণ্য আমদানিতে শতভাগ এলসি মার্জিনের শর্তারোপের পর গত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানির জন্য এলসি খোলা কিছুটা কমেছে। তবে আগের বকেয়া আমদানির এলসি নিষ্পত্তির জন্য অনেক ব্যাংকেই ডলারের সংকট আছে। এ ছাড়া বৈদেশিক ঋণের কিস্তিও পরিশোধ করতে হচ্ছে।

করোনা পরিস্থিতি উন্নতির পর বিদেশ ভ্রমণ ও চিকিৎসা খাতে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে। এতে ডলারের ওপর চাপও বেড়েছে। এ সংকট মেটাতে এবং টাকা ও ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক প্রতিদিনই ডলার বিক্রি অব্যাহত রেখেছে। বিশেষ করে সরকারের বিভিন্ন আমদানিতে রিজার্ভ থেকে ডলার দিয়ে সহযোগিতা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, আজও কয়েকটি ব্যাংকের কাছে ৭ কোটি ১০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাস (১ জুলাই থেকে  নভেম্বর পর্যন্ত) রিজার্ভ থেকে ৬০৫ কোটি ডলার বিক্রি করা হয়েছে। এই হারে যদি ডলার বিক্রি করা হয়, তাহলে অর্থবছর শেষে ডলার বিক্রির নতুন রেকর্ড করবে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরেরও রিজার্ভ থেকে বিপুল অঙ্কের ডলার বিক্রি করা হয়। পুরো অর্থবছরে ৭৬২ কোটি ১৭ লাখ ডলার বিক্রি করা হয়। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই রিজার্ভ থেকে এক অর্থবছরে এতবেশি ডলার বিক্রি করা হয়নি।


আমাদেরকাগজ/এইচএম