অর্থ ও বাণিজ্য ২ নভেম্বর, ২০২২ ০৪:১০

গত বছরের তুলনায় রপ্তানি আয় কমেছে ৭.৮৫%

আমাদের কাগজ ডেস্ক: গত বছরের তুলনায় বাংলাদেশের রপ্তানি আয় ৭.৮৫ শতাংশ কমেছে। এ মাসে অবশ্য ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও আয় হয়েছে ৪.৩৫ বিলিয়ন ডলার। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে চলতি বছরের অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ৭.৮৫ শতাংশ।

গত সেপ্টেম্বর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি আয়ে ৬.২৫ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দেয়। এক মাস আগে আগস্টে দেশের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছিল ১৪ শতাংশের বেশি। তারপর টানা দুই মাস এই নেতিবাচক প্রবৃদ্ধি দেখল দেশের রপ্তানি খাত।
 

আগের বছরের একই সময়ের তুলনায় জুলাই ও আগস্টে ০.৩১ শতাংশ কমে যায় মিলিতভাবে দেশের রপ্তানি আয়। এ সময় বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৬.৮৭ বিলিয়ন ডলার।

আমাদের কাগজ//জেডআই