অর্থ ও বাণিজ্য ২ নভেম্বর, ২০২২ ১০:১৫

আন্দোলনের চাপে দাবি পূরণের আশ্বাস; রাস্তা ছাড়ল গার্মেন্টস শ্রমিকরা

 

নিজেস্ব প্রতিবেদক: রাত ১০টার দিকে শ্রমিকদের সঙ্গে নিয়ে আলোচনায় বসে মালিকপক্ষ। দীর্ঘ আলোচনা শেষে দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছেন রাজধানীর মতিঝিলে ওলিও এ্যাপারেন্স লিমিটেডের গার্মেন্টস কর্মীরা। মালিক-শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে মঙ্গলবার (১ নভেম্বর) মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে সড়ক ছাড়েন তারা।


ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে কারখানা স্থনান্তরিত করার নোটিশ দেখে শ্রমিকেরা তাদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে রাজধানীর আরামবাগ, এজিবি কলোনি হয়ে এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 
তিনি আরও বলেন, তাদের বেশ কিছু দাবি ছিল। এর মধ্যে কিছু যৌক্তিক ছিল আবার কিছু ছিল আবেগপ্রসুত। সব নিয়ে আলোচনা করার পর শ্রমিকরা সন্তুষ্ট হয়ে তাদের বিক্ষোভ স্থগিত করে রাস্তা ছেড়ে দিয়েছেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিকরা জানান, হঠাৎ কারখানা বন্ধ হয়ে গেলে আমরা কর্মহারা হয়ে পরি কিন্তু বিষটি নিয়ে মালিক পক্ষ আমাদেরকে কোনো রকমের কথা না বলে নোটিশ টানিয়ে দেয় তাতেই আমরা শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এ আন্দোলনে নেমে যাই, এখন আমাদের সাথে তারা বৈঠকে বসেছে আশ্বাস দিয়েছে তাই আমরাও রাস্তা থেকে সরে গেলাম। 

আমাদের কাগজ/ ই আ