অর্থ ও বাণিজ্য ১০ অক্টোবর, ২০২২ ০৪:০৬

এবার বিশ্বব্যাংক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যোগ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

সোমবার (১০ অক্টোবর) শুরু  হওয়া এই সম্মেলন আগামী ১৬ অক্টোবর পর্যন্ত চলবে।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই সম্মেলনে বিশ্বের ১৮৮টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশগ্রহণ করবেন। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পরিবর্তে বাংলাদেশে ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার যোগ দিতে রবিবার (৯ অক্টোবর) ঢাকা ছেড়েছেন।

বৈঠকে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চাইবে বাংলাদেশ। ওয়াশিংটনে এই সম্মেলনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠকে করবে বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার ঋণ সহায়তা চাওয়া হবে বলেও জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে চলতি বছরের মধ্যেই ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, বহুজাতিক এই দুই সংস্থা বছরে দু’দফা বৈঠকে বসে। একটি বসন্তকালীন সভা, যা এপ্রিলে অনুষ্ঠিত হয়, আরেকটি হয় অক্টোবরে। কোভিডের কারণে গত দুই বছর ভার্চুয়ালি সভার পর এবার সরাসরি বৈঠক হতে যাচ্ছে।

আমাদের কাগজ//জেডআই