Notice: Trying to access array offset on value of type null in /home/u775251727/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

পুঁজিবাজারে বিনিয়োগ করতে আহ্বান গভর্নরের

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

আব্দুর রউফ তালুকদার বলেন, এখন সঞ্চয়পত্র আকর্ষণীয় না। এর চাইতে আপনি বন্ড মার্কেটে ভালো রিটার্ন পাবেন। আমি চাই মানুষ সঞ্চয়পত্র না কিনে পুঁজিবাজারে আসুক। তাহলে ঋণখেলাপি কম হবে। দেশের উদ্যোক্তরা সেই টাকায় ব্যবসা করতে পারবেন।

এ সময় সঞ্চয়পত্রের সুদহার কমানোর নেপথ্যের কারণ তুলে ধরেন গভর্নর।

তিনি বলেন, আগে ইচ্ছামতো সঞ্চয়পত্র কেনা যেত। এতে যে কেউ এক ব্যাংক থেকে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র কেনার পর আরেক ব্যাংক থেকে আরও ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনতো। এভাবে সঞ্চয়পত্রের টাকা ভিন্ন খাতে ঢুকে যাওয়ার একটি ট্রেন্ড ছিল।

গভর্নর বলেন, সঞ্চয়পত্রের যে হাই ইন্টারেস্ট রেট সেটা কিন্তু আমরা জনগণের করের টাকা থেকেই দিচ্ছি। পরে আমরা এটা অটোমেশন করি। আবার ধাপে ধাপে সুদের হার কমিয়ে এনেছি।

দেশের পুঁজিবাজারকে আরও বেশি সহায়তা করা দরকার বলেও জানান তিনি।

আমাদের কাগজ//জেডআই


আরো খবর