আইন ও আদালত ৩ অক্টোবর, ২০২২ ০৬:৫৮

ঠাকুরগাঁওয়ে ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি:

মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও দায়রা জজ মামনুর রশিদ এ আদেশ দেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- জেলার হরিপুর উপজেলার মারাধার (দক্ষিণ পাড়ার) বাসিন্দা মো. আব্দুল করিমের ছেলে আকমাল (১৯), মো. মাইনুল হকের ছেলে হাসেম আলী (২০) এবং মৃত সাজ্জাদ আলীর ছেলে মো. ছাদেকুল ইসলাম (৩৪)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ নভেম্বর জেলার রানীশংকৈল উপজেলার চিকনী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। পরে রানীশংকৈল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমান করে আদালত। তবে, এ মামলায় মো. আব্দুল করিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

আমাদের কাগজ//জেডআই