ডেস্ক রিপোর্ট
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) জোহরের নামাজের পর (দুপুর দেড়টা) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ সময় ২৫ মার্চ কালরাতে শাহাদাতবরণকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এছাড়া, ‘জাতীয় গণহত্যা দিবস-২০২১’ উপলক্ষে বৃহস্পতিবার দেশের সব মসজিদেও বিশেষ দোয়া এবং মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।