Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

৭০ রানেই গুটিয়ে গেলো টাইগ্রেসরা

নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৭০ রানেই ইনিংস থেমে গেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে টাইগ্রেসরা। প্রথম ওভারেই প্যাভিলনে ফিরতে হয় দুউ ওপেনারকে। পরের ওভারে সাদিয়া হকের শিকার হয়ে ফেরেন ফারজানা হক। রুমানা হকের ব্যাট থেকে আসে ১ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভার থেকেই বিপর্যয় সঙ্গী হয় বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারেই সাজঘরে ফিরতে হয় দুই টাইগ্রেস ওপেনারকে।

শুরুতেই ফেরেন শামিম সুলতানা। দিয়ানা বাইগের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। পরের ওভারেই ফারজানা হক ফেরেন সাদিয়া ইকবালের শিকার হয়ে।

এই দুই ব্যাটারের বিদায়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ শিবিরে ফের আঘাত হানেন দিয়ানা। এবারে তিনি তুলে নেন রুমানা আহমেদকে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১ রান।

নিগার সুলতানা ও লতা মন্ডল কিছুটা হাল ধরার চেষ্টা করলেও তাতে খুব একটা সুবিধা করতে পারেনি। নিগারের ব্যাট থেকে আসে ১৭ রান এবং লতা ১২ রান করে সাজঘরে ফিরতে হয়। দলের হয়ে সবচেয়ে বেশি ২৯  রান করেন সালমা খাতুন। 
২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টাইগ্রেসরা সংগ্রহ করে ৭০ রান। 

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন দিয়ানা বাইগ, নিদা দার। ১টি করে উইকেট নেয় সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহেইল।

আজকের কাগজ// টিএ


আরো খবর