স্বাস্থ্য সেবা ২২ মার্চ, ২০২১ ০৯:৪৩

করোনা মোকাবেলায় নড়াইল জেলা পুলিশের মাস্ক বিতরণ

ডেস্ক রিপোর্ট

করোনা মোকাবেলায় নড়াইল জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার (২১ মার্চ) বিকেলে মাস্ক বিতরণ শেষে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের (পিপিএম-বার) সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ মোল্যাসহ বিভিন্ন পেশার মানুষ।