খেলাধুলা ২১ মার্চ, ২০২১ ০৬:৩০

শ্রীলঙ্কার বিপক্ষে না খেলার কারণ জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক

টাইগার তারকা সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি ক্রিকেটপ্রেমীরা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সাকিবের এই সিদ্ধান্তে এমন-কি বিসিবি সভাপতিও নিয়ে বিরক্তি প্রকাশ করেন সংবাদমাধ্যমে

তবে সাকিব অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেননি কখনো অবশেষে শনিবার এনিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতির জন্যই আইপিএলকে প্রাধান্য দিয়েছেন তিনি

শনিবার রাতে ক্রিকফ্রেঞ্জি ফেইসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হন সাকিব সেখানেই বলেন, ‘বড় কারণ অবশ্যই এই বছরের শেষেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেখানে আমাদের অনেক কিছু অর্জনের সুযোগ আছে

ঠিক এই জায়গাটায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দু'টিকে তার প্রাধান্যর তালিকায় পিছিয়ে রাখছেন সাকিব, ‘আমার কাছে মনে হয় যেটা, এই দুইটা টেস্টে সেই সুযোগ নেই অবশ্যই দল হিসেবে যদি দুইটা টেস্ট জিতি তাহলে অনেক ভালো কিন্তু বড় চিত্রটা দেখেন, বড় কিছু অর্জনের সুযোগ আছে আমাদের দেশের, সেটাকে ভালো সুযোগ মনে করি আমি আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই যে সঠিক হবে এমন না আমার কাছে মনে হয় এটা আমাকে হেল্প করবে ভালো করার জন্য একারণেই আসলে সিদ্ধান্তটা নেওয়া

করোনার কারণে দুই দফায় পিছিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সাকিবের দাবি, ‘শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটা যদি আমরা সময় মতো খেলতাম, তাহলে এই প্রশ্নগুলোই উঠত না, এই পরিস্থিতিই তৈরি হতো না করোনা মহামারির কারণে সবই আসলে ওলটপালট হয়ে গিয়েছে

সাকিব বলে যান, ‘দ্বিতীয় যে ব্যাপার, আমরা ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলছি আমাদের বোধ হয় আছেই এই দুটি ম্যাচ সত্যি কথা বলতে আমরা আছিই পয়েন্ট তালিকার তলানিতে এমন না যে এই দুইটা ম্যাচ জিতলে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলব খুব বেশি একটা কিছু যে হবে আমার মনে হয় না

আরেকটা ব্যাপার আছে, আমরা বেশ কিছু ক্রিকেটার অনেকদিন ধরে খেলছি এটা একটা সুযোগ হতে পারে নতুনদের দেখার’- বলেন সাকিব

সবমিলে শ্রীলঙ্কায় তার না থাকাটা খুব বেশি ক্ষতির মনে করছেন না সাকিব, ‘সর্বশেষ যে সাত-আটটা টেস্ট বাংলাদেশ খেলেছে, আমাকে ছাড়াই খেলেছে আমার মনে হয় যে, খুব একটা ক্ষতি হবে না বরং একদিক থেকে ভালো- হতে পারে খেলোয়াড় তৈরি হতে পারে, নতুন খেলোয়াড় দেখার সুযোগ হতে পারে