Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

প্যারিসে মাসব্যাপী লকডাউন

ডেস্ক রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৫ হাজারের বেশি মানুষ। এরই পরিপ্রেক্ষিতে মাসব্যাপী লকডাউনে যাবে প্যারিস। দেশটির অন্তত ১৫টি বিভাগে আজ শুক্রবার মধ্যরাত থেকে একই ধরনের নীতিমালা কার্যকর হবে।

তবে প্যারিসে এক হাজার দুই শতাধিক মানুষ নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি আছেন। গত বছরের নভেম্বরে করোনার দ্বিতীয় তরঙ্গ চলার সময়ও সেখানে এতো রোগী নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিল না।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ কাস্টেক্স বলেছেন, 'সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে করে করোনার তৃতীয় তরঙ্গ আসন্ন বলে মনে হচ্ছে। এই নীতিমালা অবশ্য আগের মতো কঠোর হবে না। মানুষজন দরকারে বাইরে বের হতে পারবে।' 

উল্লেখ্য, ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪১ লাখ ৮১ হাজার ছয়শ সাতজন এবং মারা গেছে ৯১ হাজার ছয়শ ৭৯ জন। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে ৩৮ লাখ ১১ হাজার ছয়শ ৬৫ জন।


আরো খবর