সারাদেশ ১২ মার্চ, ২০২১ ০৯:২৬

ভারত থেকে ফিরলেন নিখোঁজ দুই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে নিখোঁজ সমীর কুমার মজুমদার শায়েস্তারা বেগম নামে দুই বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরে এসেছেন শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন

সমীর কুমার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারকান্দা গ্রামের শশধর মজুমদারের ছেলে আর শায়েস্তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গুড়িগ্রামের বাসিন্দা তার স্বামীর বাড়ি কসবায় সমীর কুমার প্রায় ১২ বছর, শায়েস্তারা পাঁচ বছর যাবৎ ভারতের আগরতলায় ছিলেন

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয় সূত্র জানা গেছে, ওই দুজন আগরতলার মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তাদের হস্তান্তর করা হয়

সমীর কুমার মজুমদারের ছোটভাই অমীর মজুমদার জানান, ২০১৩ সালের ২৪ অক্টোবর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন সমীর তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন দেড় বছর আগে জানতে পারেন তার ভাই আগরতলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ভাইকে ফিরে পেয়ে অনেক আনন্দিত বলে জানান তিনি

মানবাধিকারকর্মী সৈয়দ খায়রুল আলম বলেন, আমি আমার নিজ এলাকার (নড়াইল) একটি মেয়েকে খুঁজতে আগরতলার মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে যাই সেখানে গিয়ে সমীর শায়েস্তারার খোঁজ পাই পরে তাদের ঠিকানা জোগাড় করে স্বজনদের সাথে যোগাযোগ করি

দীর্ঘ প্রক্রিয়া শেষে দুই দেশের হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় অবশেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে স্বজনদের কাছে তাদের ফিরিয়ে দিতে পেরে তিনি নিজেও অনেক আনন্দিত বলে জানান