Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

নড়াইল প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে নড়াইল পৌরসভার মশক নিধন অভিযান কার্য্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের বাসভবন চত্ত্বরে নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরার সভাপতিত্বে নিধন অভিযান কার্য্যক্রমের উদ্বোধন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন এনডিসি জহিদ হাসান, পৌরসভার প্রকৌশলী লক্ষিকান্ত হালদার, ইঞ্জিনিয়ার মোঃ সুজন আলী, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস,কাউন্সিলর কাজী জহিরুল হক,সৈয়দ মাসুদুর রহমান বাবুল,ইপি রানী,হিসাব রক্ষক মোঃ সাইফুজামান, তুষার,রানাসহ পৌরভার কর্মকর্তা কর্মচারীরা।

নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরার বলেন, আমার নির্বাচনী ইস্তিহারে উল্লেখ ছিলো নড়াইল পৌরসভার মানুষদের ভালো ভাবে বসবাস করার ব্যবস্থা করা। তারই অংশ হিসাবে আজ এই মশক নিধনের স্প্রে করার কার্য্যক্রম হাতে নিয়েছি। আজ জেলা প্রশাসকের বাসভবন থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্য্যালয় হয়ে আদালত চত্ত্বর, জেলা জজের কার্য্যালয় ও বাসভবনের মাধ্যমে শুরু হল। পরবর্তিতে পৌরসভার সকল ওয়ার্ডে মশক নিধনের স্প্রে করা হবে। যাতে ডেঙ্গু প্রতিরোধ করা যায়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে এটা সরকারের একটি সফল উদ্যোগ। সেকল স্থানে মশকের উৎপত্তি যেমন রাস্তার পাশে ড্রেন নর্দমা বাগান সেসকল স্থানে মশক নিধনের স্প্রে করা হবে।


আরো খবর