খেলাধুলা ৯ মার্চ, ২০২১ ১১:৪৬

দায়িত্ব ছাড়ছেন কোচ জোয়াকিম

ডেস্ক রিপোর্ট

কেতাদুরস্ত, স্টাইলিশ একজন কোচ। ডাগআউটে দাঁড়িয়ে থাকা এমন কোচ যেন হরহামেশা দেখা মেলাই ভার। তিনি ইউরোপের ফুটবলের পাওয়ার হাউজখ্যাত জার্মানির কোচ জোয়াকিম লো। যার হাত ধরেই ২০১৪ সালে বিশ্বকাপে ট্রফি জয় করে জার্মানি। শুধু তাই নয় টানা ১৪ বছর ধরে কোচ হিসেবে কাজ করছেন জার্মানি দলের হয়ে। এবার দীর্ঘদিনের দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। 

এ বছরের ইউরোর পর জার্মানি ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন জোয়াকিম লো। 

মঙ্গলবার (৯ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জোয়াকিম লো জানান, 'আমি বেশ ভেবে-চিন্তে, গর্বিত এবং অনেক কৃতজ্ঞতা জানিয়ে এই পদক্ষেপ নিচ্ছি। তবে আসন্ন ইউরোপিয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট পর্যন্ত থাকতে চাই।'

২০০৬ সালে দেশটির হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন লো। এরপরই জার্মানদের দায়িত্ব ছাড়বেন তিনি। 

জার্মানির হয়ে তার অন্যতম সফলতা ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জেতানো। এছাড়া ২০১৪ কনফেডারেশন কাপও তার অধীনেই জেতে জার্মানি।