সারাদেশ ৯ মার্চ, ২০২১ ১১:২৮

গৃহবধূকে হত্যা করে স্বর্নালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লাকসামে বসতবাড়ি থেকে স্বর্নালঙ্কার লুট করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৮ মার্চ) দিবাগত রাত পৌরসভার ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্লা রানী আচার্য্য (৫০) নামে ওই গৃহবধূ একাই বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে নয়টার দিকে দর্জির কাজ শেষে তার স্বামী স্বপন আচার্য্য ও ছেলে প্রবীর আচার্য্য বাড়িতে এসে দেখেন ঘরের সামনের দরজা ভেতর থেকে আটকানো। পেছনের দরজা বাইরে থেকে লাগানো। পরে ঘরে ঢুকে দেখেন শুক্লা রানীর মরদেহ খাটের উপরে পড়ে আছে। ঘরের ভিতর আলমারীর দরজা খোলা। আলমারীর ভিতরে রক্ষিত প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার নেই।

আজ মঙ্গলবার (৯ মার্চ) নিহতের ছেলে প্রবীর আচার্য্য বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

খবর পেয়ে লাকসাম ও মনোহরগঞ্জ সার্কেলের এএসপি মো: মহিতুল ইসলাম, লাকসাম থানার ওসি মো: নিজাম উদ্দিনসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নিজাম উদ্দিন জানান, ওই নারীর গলায় রশির দাগ রয়েছে। ঘটনার তদন্ত চলছে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।