জাতীয় ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৫৮

অতিরিক্ত রক্তক্ষরণে বনানীর সেই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে তানজিলা নামে তিন বছরের শিশুর মৃত্যু অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হয়েছে রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তার ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস

তিনি বলেন, ‘অভ্যন্তরীণ অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে আমরা তার গালে কামড়ের চিহ্ন পেয়েছি, পেটের ভিতরে ইনজুরি ছিল এছাড়া শিশুটির ডিএনএ প্রোফাইল নমুনা ও হাই ভেজানো সপ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ওই সব রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিস্তারিত কারণ বলা যাবে

গত শনিবার কড়াইল বস্তি এলাকায় ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

এ ঘটনায় শিশুটির মা জরিনা বেগম অভিযোগ করেন, শিশুটিকে সৎবাবা (জরিনার স্বামী) মহিউদ্দিন তাকে হত্যা করেছে

জরিনা বলেন, ‘আমার প্রথম স্বামীর সঙ্গে সাত মাস আগে ডিভোর্স হয়ে যায় সে মাদকাসক্ত ছিল এরপর ছয় মাস আগে মহিউদ্দিনের সঙ্গে আমার বিয়ে হয়

শিশুর বাবা মহিউদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে বাসার দ্বিতীয় তলার সিঁড়ির পাশে তানজিলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন