অপরাধ ও দুর্নীতি ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৫:৪৫

ফটিকছড়িতে মাস্তান দিয়ে জমি দখলের চেষ্টা

ডেস্ক রিপোর্ট

ফটিকছড়িতে দিনদুপুরে দলবল নিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছিলোনিয়া গ্রামে এঘটনা ঘটে। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন জমির মালিক আবু জাফর।

অভিযোগ সূত্র আবু জাফর জানান, ছিলোনিয়া মৌজার বিএস ৪০৭৪ খতিয়ানের ৬২৫ দাগের ৪.০২ শতক জমি ক্রয় সূত্রে ভোগ দখলে থাকা অবস্থায স্থানীয় জনৈক সফি, তারপুত্ররা ও ভাড়াটে মাস্তান নিয়ে বার বার জমিটি দখল করতে আসে। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় ও চট্টগ্রাম চীপ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে। এসব মামলা মোকদ্দমা অগ্রায্য করে শনিবার সকালে সফিরপুত্র সাকিব ২০/৩০জন ভাড়াটে মাস্তান নিয়ে জমিতে পাকা দেয়াল নির্মাণ করতে থাকে। এসময় জাফর ও তার পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, থানা পুলিশ ও আত্মীয় স্বজনকে খবর দিলে তারা দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে জমির মালিক আবু জাফর বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন।