লাইফ স্টাইল ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০৫:১৩

মেকআপ দীর্ঘস্থায়ী করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

খুব সহজে মেকআপ উঠে গেলে পোহাতে হয় বিড়ম্বনা। মেকআপ দীর্ঘস্থায়ী করতে জেনে নিন কিছু টিপস।

  • মেকআপ দীর্ঘস্থায়ী করতে ত্বকে মেকআপ বসানোর আগে এক টুকরা বরফ ঘষে নিন। বেজ মেকআপ দীর্ঘসময় থাকবে ত্বকে।
  • মেকআপ প্রয়োগের আগে অবশ্যই প্রাইমার লাগান। এতে দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় মেকআপ।
  • ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করা করুন। এতে ঘেমে মুখ থেকে ফাউন্ডেশন উঠে যাবে না। ত্বকের ধরন অনুযায়ী ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন কিনুন। এটি প্রয়োগের পরে বারবার টাচআপ করারও প্রয়োজন হবে না।
  • মেকআপ করার পরে মেকআপ সেট করা খুব জরুরি। সেট করতে পাউডার বা স্প্রে ব্যবহার করতে পারেন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে।
  • ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। ম্যাট লিপস্টিক লাগালে লিপস্টিক দ্রুত উঠে যায় না।