বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৫৩

স্যামসাংকে টপকে গেল হুয়াওয়ে

টেক ডেস্ক

বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংকে টপকে শীর্ষস্থান দখল করেছে হুয়াওয়ে। করোনায় সারা বিশ্বে স্মার্টফোনের চাহিদা কমলেও চীনা বাজারে বিক্রি বাড়ায় শীর্ষস্থানে উঠেছে এই চীনা স্মার্টফোন জায়ান্ট।

এপ্রিল থেকে জুন প্রান্তিকে পাঁচ কোটি ৫৮ লাখ ডিভাইস সরবরাহ করেছে হুয়াওয়ে। একই সময়ে পাঁচ কোটি ৩৭ লাখ ডিভাইস সরবরাহ করেছে স্যামসাং। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কারণে চীনের বাইরে বাঁধার মুখে পড়েছে হুয়াওয়ের ব্যবসা। কিন্তু ক্যানালিসের এই তথ্য বলছে স্থানীয় বাজারে আধিপত্য বাড়ছে প্রতিষ্ঠানটির। প্রতিবেদন রয়টার্সের।

বর্তমানে চীনা বাজারে বিক্রিত দুই তৃতীয়াংশ স্মার্টফোন হুয়াওয়ের। করোনায় প্রথম দিকে চীনেও ব্যবসা কমেছে প্রতিষ্ঠানটির। পরবর্তীতে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা কমার কারণে আবারও ব্যবসা বেড়েছে হুয়াওয়ের। তবে অন্যান্য দেশে করোনাভাইরাসের প্রকোপ এখনও বাড়তে থাকায় চীনের বাইরে বিক্রি কমেছে প্রতিষ্ঠানটির।

সার্বিকভাবে এক বছর আগের চেয়ে একই প্রান্তিকে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি কমেছে পাঁচ শতাংশ। ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলোতে স্মার্টফোনের চাহিদা কম থাকায় এক বছর আগের চেয়ে একই প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি কমেছে ৩০ শতাংশ। হুয়াওয়ের এক মুখপাত্র বলেন, এই কঠিন সময়ে আমাদের ব্যবসা আমাদেরকে ব্যতিক্রমী উত্থান দেখাচ্ছে।