Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

বাংলাদেশের ইতিহাসে এই দিনে

ডেস্ক রিপোর্ট

আজ ২২ ফেব্রুয়ারি। ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ। আজকের এই দিনে দেশে ঘটেছিল নানান ঐতিহাসিক ঘটনা। সেসব ঘটনাপ্রবাহ আজও মানুষের মুখে মুখে প্রচলিত। এসব ঘটনার খন্ডচিত্র আমাদের কাগজের পাঠকদের জন্য উপস্থাপন করা হলো। আজ ২৫ জানুয়ারি। ১১ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ। আজকের এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে ঘটেছিল নানান ঐতিহাসিক ঘটনা। সেসব ঘটনাপ্রবাহ আজও মানুষের মুখে মুখে প্রচলিত। এসব ঘটনার খন্ডচিত্র আমাদের কাগজের পাঠকদের জন্য উপস্থাপন করা হলো।

ঘটনাবলী

১৯৫২ - ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।

জন্ম

১৮২৭ - ভূদেব মুখোপাধ্যায় বাঙালি শিক্ষাবিদ চিন্তাবিদ ও সাহিত্যিক। (মৃ.১৫/০৫/১৮৯৪)

১৮৮৭ - মুকুন্দ দাস,বাঙালি চারণকবি ( মৃ.১৮/০৫/১৯৩৪)

১৮৯৮ - প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু (মৃত্যু ১০ জুলাই ১৯৭৭)

১৯০৬ - লেখক রাজনীতিবিদ হুমায়ুন কবির।

১০০৬- পাহাড়ী সান্যাল (ইংরেজি: Pahari Sanyal), একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (মৃ.১০/০২/১৯৭৪)

১৯৪৩ - গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার।

১৯৫৫ - ফরিদুর রেজা সাগর, বাংলাদেশী শিশুসাহিত্যিক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও একুশে পদক বিজয়ী গণমাধ্যম ব্যক্তিত্ব।

মৃত্যু

১৯৫২ - শহীদ শফিকুর রহমান।

১৯৯৯ - কবি তালিম হোসেন।


আরো খবর