খেলাধুলা ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৪৩

আইপিএল নিলামে অবিক্রিত রইলেন ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক

সুযোগ পেলে নিঃসন্দেহে ভালো লাগতো কিন্তু চতুর্দশ আইপিএল নিলামে ডাক না পেয়ে একদমই অবাক নন অ্যারন ফিঞ্চ সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএলে অবিক্রিত থাকার অভিজ্ঞতা শেয়ার করে নিলেন গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের জার্সি গায়ে খেলা অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফর্ম্যাটের দলনায়ক

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়াকে ফিঞ্চ বলেন, ফের আইপিএল খেলার সুযোগ পেলে নিশ্চয় ভাল লাগতো আইপিএল দুর্দান্ত একটা প্রতিযোগীতা তবে ডাক না পেয়ে আমি বিস্মিত নই আমি সবসময় বাইশ গজে কাটাতেই পছন্দ করি তবে কিছুটা সময় বাড়িতে কাটানোর সুযোগ পেলেও মন্দ হয় না

উল্লেখ্য, ৩৪ বছর বয়সী এই টপ-অর্ডার অজি ব্যাটসম্যান ৭টি ভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ৮৭ টি ম্যাচ খেলে ফেললেও কখনোই কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি গত আইপিএলে আরসিবির হয়েও সেভাবে ছন্দে দেখা যায়নি মারকুটে এই ব্যাটসম্যানকে

২০২০ আইপিএলে ১২টি ইনিংসে এই অজি ব্যাটসম্যানের সংগ্রহে ছিল মাত্র ২৬৮ রান আশানরূপ পারফরম্যান্স না হওয়ায় চতুর্দশ আইপিএল নিলামের আগে ব্যাঙ্গালুর ফ্র্যাঞ্চাইজি এই অজি ব্যাটসম্যানকে আর রিটেইন করেননি তবে গত বৃহস্পতিবার নিলামে উঠেছিলেন ফিঞ্চ কিন্তু কোনও দল তাকে নিয়ে আগ্রহ না দেখানোয় আসন্ন আইপিএলের জন্য অবিক্রিত রয়ে যান আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রানের মালিক (১৭২)

উল্লেখ্য, ২০২০ আইপিএলের পর ২০২১ ঘরের মাঠে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনিগেডসের হয়ে অধিনায়কত্ব করেছেন ফিঞ্চ কিন্তু সেখানে ফিঞ্চের পারফরম্যান্স আইপিএলের থেকেও করুণ রেনিগেডসের হয়ে ২০২১ বিবিএলে ফিঞ্চের সংগ্রহে ১৩ ইনিংসে মাত্র ১৭৯ রান বিবিএলের এই পারফরম্যান্সই ফিঞ্চকে কেনার ব্যাপারে আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে অনাগ্রহী করে তুলেছে বলে ধারণা বিপশেষজ্ঞ মহলের

আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত ফিঞ্চ সোমবার (২২ ফেব্রুয়ারি) সিরিজ শুরুর আগে আপাতত কিছু টেকনিক্যাল ত্রুটি কাটিয়ে উঠতে মরিয়া অজি অধিনায়ক ফিঞ্চ জানিয়েছেন, আমি অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের (সহকারী কোচ) সঙ্গে বিষয়ে অনেক কথা বলেছি আমি যখনই সমস্যায় পড়ি তার কাছে বারবার ছুটে যাই আশা করি দ্রুত সব সমস্যা কাটিয়ে উঠতে পারব