আন্তর্জাতিক ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৪৭

কলকাতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ডেস্ক রিপোর্ট

যথাযথ মর্যাদায় কলকাতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস। এ উপলক্ষে আজ রবিবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে নানান কর্মসূচী নেওয়া হয়েছে।

আজ সকালে উপ-হাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করা হয়। পরে কলকাতার ৩, সোহরাওয়ার্দী এভিনিউতে অবস্থিত বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রর সামনে থেকে একটি সুদৃশ্য প্রভাত ফেরী বের হয়। হাতে নানা বর্ণের মালা, পোষ্টার সহ এই প্রভাত ফেরীতে কয়েকশো মানুষ যোগ দেন। পরে তা পার্কসার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং পার হয়ে এ.জে.সি বোস রোড ফ্লাইওভারের নীচের রাস্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সরণিতে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন চত্বরে এসে শেষ হয়।

এদিকে শান্তিনিকেতনেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহিদদের স্মরণে এদিন সকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল গেস্ট হাউস থেকে বাংলাদেশ ভবন পর্যন্ত এক সুদৃশ্য প্রভাতফেরী বের করে। পরে বাংলাদেশ ভবনে শহিদবেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকেও আজ রবিবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষ দিবস উদযাপিত হবে। কলকাতার দেশপ্রিয় পার্কের ভাষামঞ্চে বিকেল ৪.৩০ টায় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা।

মিশন প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও নাম অজানা ভাষা শহিদদের স্মৃতির উদ্যেশ্যে শ্রদ্ধা জানানো হয়। এই সময় সেখানে উপস্থিত ছিলেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাকখারুল ইকবাল সহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা। ভাষাদিবস নিয়ে বাণী পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজকের দিনটি উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তরফে প্রেরিত বাণী পাঠ করা হবে।'

আজ রবিবার বিকেল পাঁচটায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে কলকাতাস্থ বিভিন্ন বিদেশি দূতাবাসের কনস্যুলেট জেনারেলরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি সেখানে ‘মাই মাদার টাং’ নামে একটি প্রামাণ্য চিত্রও দেখানো হবে।