স্বাস্থ্য সেবা ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৭

উদ্বোধন হলো কোভিড ১৯ ‘সুরক্ষা’ অ্যাপ

ডেস্ক রিপোর্ট

অবশেষে উদ্বোধন করা হলো কোভিড ১৯সুরক্ষাঅ্যাপ নানা জল্পনাকল্পনা আর অপেক্ষার পর বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দেশে গণহারে টিকা প্রয়োগের এগারোতম দিনে এসে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা

পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, অ্যাপ চালুর ফলে নিবন্ধন প্রক্রিয়া আরো সহজ হবে, টিকাদান কর্মসূচিতে আসবে গতি

স্বাস্থ্যমন্ত্রী জানালেন, চলতি মাসেই দেশে আসছে টিকার দ্বিতীয় চালান তবে এবার আগের মতো ৫০ লাখ নয়, আসবে ২০ লাখের মতো ডোজ

তবে এতে চুক্তির কোনো হেরফের হয়নি জানিয়ে টিকা আমদানির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, টিকাপ্রাপ্তির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ

মন্ত্রী জানালেন, নিবন্ধনের চাপ বেড়ে যাওয়ার এসএসএম পাঠাতে দেরি হলেও সকলেই পাবেন টিকা নেয়ার ক্ষুদেবার্তা এদিকে, এগারতম দিনেও টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ছিলো আগ্রহীদের ভিড়