লাইফ স্টাইল ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৪৯

ঘরোয়া উপায়ে খুশকি দূর করতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

শীতের এই শুষ্ক মৌসুমে মাথায় খুশকির সমস্যা বাড়ে খুশকির প্রকোপ বাড়াতে সময় চাই বাড়তি যত্ন

খুশকির সমস্যা দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন খুশকি দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো কারণ রাসায়নিক উপাদান মাথার ত্বকে ক্ষতি করতে পারে

ঘরোয়া উপায়ে খুশকি দূর করার উপায়-

আসুন জেনে নিই কী করবেন-

. খুশকির সমস্যা দূর করতে অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার করতে পারেন সমপরিমাণ ভিনিগার পানি একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন ১৫ মিনিট অপেক্ষা করে তা ধুয়ে ফেলুন সপ্তাহে দুবারের বেশি এটা ব্যবহার করা যাবে না

. নারিকেল তেল লেবু খুশকি দূর করতে খুব ভালো কাজ করে দুই টেবিল-চামচ নারিকেল তেল সমপরিমাণ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন এর পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন

তবে মাথার ত্বক সংবেদনশীল তাদের লেবু ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে

. গ্রিন টি ব্যাক্টেরিয়া-রোধী উপাদান সমৃদ্ধ এবং এটা মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে তাই খুশকি কমাতে গ্রিন টি ব্যবহার করতে পারেন

এক কাপ গরম পানিতে দুটা টি ব্যাগ ২০ মিনিট ধরে ডুবিয়ে রাখুন ঠাণ্ডা হয়ে আসলে তা মাথার ত্বকে ব্যবহার করে ৩০ মিনিট অপেক্ষা করুন এর পর ঠাণ্ডা পানি দিয়ে তা চুল ধুয়ে নিন

. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুশকি নিরোধক শ্যাম্পু ব্যবহার করতে পারেন

. চুল আচঁড়াতেব্রাশেরপরিবর্তে চিরুনি ব্যবহার করুন মাথার ত্বক পরিষ্কার রাখতে সপ্তাহে দুবার শ্যাম্পু ব্যবহার করা উচিত

লেখক: স্বত্বাধিকারী, নূপুর বিউটি পার্লার, বালুঘাটবাজার, ঢাকা-ক্যান্ট