বিনোদন ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০১:৫১

‘গান গাইতে হয় কমার্শিয়াল ভাবনা থেকে’

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। তবে বৈশ্বিক মহামারি করোনার কারণে গত বছরের মার্চের মাঝামাঝি থেকে গান থেকে কয়েক মাস দূরে ছিলেন এ সঙ্গীত তারকা। এ সময় স্টেজও শোও করেননি তিনি। এই সময়ে নতুন গানও খুব একটা করেননি। তবে কণ্ঠ দিয়েছেন সিনেমার গানে। এদিকে অনেকটা সময় পর আঁখি আলমগীরের কন্ঠে নতুন গান প্রকাশ হয়েছে ভালোবাসা দিবসে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা হয় আঁখি আলমগীরের সাথে। কেমন আছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন ভালো থাকার চেষ্টা করতে হবে। শারীরিক তো বটেই, মানসিকভাবেও। কারণ দীর্ঘ সময় আমরা করোনার কারণে বন্দি ছিলাম। এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে জনজীবন। তবে অবশ্যই সচেতনতা বজায় রেখে কাজ করতে হবে। আমিও সেই চেষ্টা করছি।

সদ্য প্রকাশিত গানের সাড়া মিলছে কেমন? আঁখি উত্তরে বলেন, কিছু গান গাই বা গাইতে হয় কমার্শিয়াল ভাবনা থেকে। আবার কিছু গান গাই কথা বা সুরের প্রেমে পড়ে। ‘নিয়ম ভেঙ্গে আবার’ আমার সেই অনুভবের গান। কিশোর যখন গানটি সুর করে তখন আমাকে গেয়ে শোনায়, আমি তখন সংগীত গুরুজী সঞ্জীব দে’র সাথে রেয়াজ করছিলাম আমার বাড়ীতেই। গুরুজীও গানটি খুব পছন্দ করেছিলেন। তখনই গানটার প্রেমে পড়ে যাই। গানটি আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করলাম, বসন্ত বা ভ্যালেন্টাইন মাথায় রেখে। যদিও আজকাল কোন উৎসব আমাকে আগের মত টানে না, বরং মনে হয় জীবন, বেঁচে থাকা, পরিবার, বন্ধু, ভালোবাসার মানুষদের সুস্থতা, পাশে থাকাই আমার ব্যক্তিগত উৎসব। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।

স্টেজ পারফর্ম নিয়ে আঁখি বলেন, না। স্টেজ আয়োজন যেমন কম হচ্ছে, তার ভেতরও সব ধরনের শো আমি করছি না। যেখানে নিরাপত্তা পর্যাপ্ত থাকছে সেই শোই কেবল করছি। কারণ করোনা এখনও দূর হয়নি। তবে ভ্যাকসিন চলে এসেছে, আশা করছি দ্রুতই সব স্বাভাবিক হবে।

এদিকে, সর্বশেষ সরকারি অনুদানের ছবি ‘আশীর্বাদ’ এ গান গেয়েছেন তিনি।