সারাদেশ ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৫৯

অপহরণের পর যেভাবে নির্যাতন করতো তারা

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে নৃশংস এক কিশোর গ্যাংয়ের সন্ধান পেয়েছে পুলিশ সিএনজি অটোরিক্সা শেয়ারিংয়ের আড়ালে যাত্রীদের অপহরণের পর মুক্তিপণ আদায় করতো এই দলটি আর মুক্তিপণ না পেলে নিজেদের গোপন আস্তানায় নিয়ে চালানো হতো অমানবিক নির্যাতন অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে নির্মম নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই দলের ১০ সদস্যকে

সারা শরীরে আঘাতের চিহ্ন হাত-পা-বুক কোনো কিছুই বাদ যায়নি ঘুষিতে মারাত্মক ক্ষত চোখে গত ১১ ফেব্রুয়ারি রাতে নৃশংস কিশোর গ্যাংয়ের কবলে পড়েন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কফিল উদ্দিন সিএনজি অটোরিক্সা শেয়ারিংয়ের নামে তাকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের জন্য চালানো হয় এমন অমানুষিক নির্যাতন

নির্যাতনের শিকার ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন জানান, আমাকে অপহরণ করার পর মুক্তিপণ দাবি করে আমি দিতে রাজি না হওয়াতে ছোরা পাথর দিয়ে আমাকে নির্মম নির্যাতন চালায় পরবর্তীতে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি কোনোমতে সেখানে থেকে নিজেকে রক্ষা করে প্রাণে বেঁচে যাই

জানা গেছে, ব্যাংক কর্মকর্তা পরিচয় নিশ্চিত হওয়ার পর তার কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলো ওই কিশোর গ্যাংটি পরবর্তীতে ব্যাংক কর্মকর্তা কৌশলে মুক্ত হয়ে এসে থানায় অভিযোগ জানান এরপরই শুরু হয় পুলিশের অভিযান টানা ৩৬ ঘণ্টা অভিযানে গ্রেফতার হয় ১০ জন উদ্ধার করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত ছোরাসহ অন্যান্য আলামত তবে দলনেতা সেলিম পলাতক

সিএমপি উপ কমিশনার বিজয় বসাক জানান, তাদের বিরুদ্ধে আগেও এধরণের অনেক অভিযোগ এসেছিল তখন আমরা বলেছি, থানায় মামলা করলে তাদের গ্রেফতার করা হবে তবে এখন যে দলনেতা পলাতক রয়েছে, তাকেও দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবো বলে আশা করছি 

গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে জনই কিশোর যাদের বয়স মাত্র ১৬ বছর বাকি জনের বয়স ১৮ থেকে ২০ বছর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা স্বীকার করেছে নানা কৌশলে তারা সাধারণ যাত্রীদের অজ্ঞাতস্থানে আটকে রেখে মুক্তিপণ আদায় করতো তবে বেশিরভাগ ক্ষেত্রে অপহৃত ব্যক্তির সঙ্গে নারীদের ছবি তুলে ব্ল্যাকমেইলের হুমকি দেওয়ায় কেউ থানায় অভিযোগ জানাতো না কিন্তু দলের সদস্যরা গ্রেফতার হওয়ায় এখন অনেকেই থানায় অভিযোগ জানাতে আসছেন

সিএমপি চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, অপহরণের পর তারা ভিকটিমের মোবাইল দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করে তখন পরিবারের সদস্যদের তারা জানান ৩০ লাখ টাকা না দিলে আমরা তাকে মেরে ফেলবে এবং তার সঙ্গে উল্টা পাল্টা ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও ভয় দেখাতো

সাম্প্রতিক সময়ে এই কিশোর গ্যাংয়ের দখলে ছিল নগরীর বহদ্দারহাট মুরাদপুর ফ্লাইওভার এর আগেও এই দু'টি ফ্লাইওভার থেকে ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগে কিশোর গ্যাংয়ের অন্তত ৫০ সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ