সারাদেশ ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৪২

চতুর্থ দফায় ভাসানচরে পৌঁছাল ২০১০ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে চতুর্থ দফায় আরও দুই হাজার ১০ রোহিঙ্গা পৌঁছেছেন সোমবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে তারা ভাসানচরে রওনা দেন দুপুর দেড়টার দিকে রোহিঙ্গা দলটি ভাসানচরে পৌঁছায়

ভাসানচরে যাওয়া রোহিঙ্গা দলে আবদুল করিম জানান, তারা ছয় সদস্যের পরিবার কক্সবাজারের শিবিরে তারা কষ্টে দিন কাটাচ্ছিলেন ভালো থাকার জন্য সেচ্ছায় ভাসানচরে যাওয়ার সিদ্ধান্ত নেন

নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্দেশে রোববার কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছান ওই রোহিঙ্গারা রোববার দুপুর সোয়া ১২টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রথম দফায় ২২টি গাড়িতে এক হাজার ১৫২ জনকে চট্টগ্রামে পাঠানো হয়

প্রসঙ্গত, এর আগে তিন দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ছয় হাজার ৬৮৮ জনকে ভাসানচরে স্থানান্তর করা হয় বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ