বিনোদন ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:১৭

মঞ্চে ফিরছেন জেমস

বিনোদন ডেস্ক  

দীর্ঘ এক বছরের বিরতি কাটিয়ে দেশের শীর্ষ ব্যান্ড তারকা জেমসের সঙ্গে আবার গলা মিলিয়ে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা। তবে সেই সুযোগের জন্য আরো কিছুটা সময় অপেক্ষার প্রহর গুনতে হবে দর্শক শ্রোতাদের।

জানা গেছে, করোনার পর ১২ মার্চ ক্লাসরুম এসএসসি ২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে মিরপুর ১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে আয়োজিত কনসার্টে গান গাইবে ব্যান্ডদল নগর বাউল।

আজ সোমবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, সবশেষ গেল বছরের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করেছিল নগর বাউল। ঠিক এক বছর পর আবার কনসার্টে ফিরছি আমরা।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি করোনার টিকা গ্রহণ করেছেন নগর বাউল খ্যাত’ তারকা জেমস।

উল্ললেখ্য, ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস, তবে বেড়ে উঠেছেন চট্টগ্রামে। কিশোর বয়সেই প্রেমে পড়েছিলেন জেমস, সেটা গিটার আর গানের। ১৯৮৬ সালে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন জেমস। পরের বছর প্রকাশ করেন নিজেদের প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এই অ্যালবাম তখন সাড়া না ফেললেও জেমসের কণ্ঠ আলোচনার জন্ম দিয়েছিল। ১৯৮৮ সালে ফিলিংসের দ্বিতীয় অ্যালবামের ‘জেল থেকে বলছি’ গান দিয়ে জনপ্রিয়তা পান জেমস। পরে জেমস ‘ফিলিংস’ ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন ‘নগর বাউল’। এরপর সেই নগর বাউলের বাউল হয়ে জেমস বাংলা ব্যান্ড সংগীতে সৃষ্টি করেছেন ইতিহাস।