সারাদেশ ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৪:০২

বরিশালে নানা আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নানা আয়োজনে বরিশালে উদযাপিত হলো বসন্ত উৎসব বাসন্তি রংয়ে রঙ্গিন ছিল বরিশাল নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ এমন আয়োজনে খুশি নগরবাসী

আয়োজকরা বলছেন, বর্তমান প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করতে এই আয়োজন করোনাকালে এমন আয়োজন নগরবাসীকে উজ্জীবিত করেছে বলে মনে করেন বরিশালের জেলা প্রশাসক

রবিবার বিকেলে সাংস্কৃতিক সংগঠন উদীচী বরিশাল নাটকের আয়োজনে জমজমাট হয়ে ওঠে নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের আঙ্গিনা করোনায় স্বাস্থ্য বিধি মেনে শুরু হয় অনুষ্ঠান প্রথমেই ছিল নগরীর গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা এরপর শুরু হয় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান কবিতা মুগ্ধ করে দর্শনার্থীদের

বর্তমান প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করতে এই আয়োজন করার কথা জানালেন উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন

অপরদিকে করোনাকালে এমন আয়োজন নগরবাসীকে উজ্জীবিত করেছে বলে মনে করেন বরিশালের জেলা প্রশাসক
জসীম উদ্দীন হায়দার

১৯৯৩ সাল থেকে শুরু হয়ে প্রতিবছর এখানে বসন্তবরণ উৎসবের আয়োজন করছে উদীচী এবং বরিশাল নাটক এটি ছিল ২৯তম বসন্ত বরণ উৎসব

এদিকে জেলা প্রশাসনও তৃতীয়বারের মতো রবিবার বিকেলে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গনে আয়োজন করে বসন্ত উৎসবের নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে এবং সুস্থ সংস্কৃতির চর্চা অব্যহত রাখতে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা