জাতীয় ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৩৪

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট

ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন তিনি সেখানে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন

রোববার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়

দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানায়, ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান রোববার কক্সবাজারের মহেশখালীর দ্বীপের ডিজিটাল মহেশখালী প্রকল্প পরিদর্শন করেছেন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছে কোরিয়া টেলিকম কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি

রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সেখানে তিনি রোহিঙ্গা পরিস্থিতি দেখবেন তিনি রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া সরকারের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান

গত বছরের জুলাই বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন লি জ্যাং কেয়ান বাংলাদেশে আসার পরে এটাই প্রথম তার কক্সবাজার সফর