বিনোদন ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৪৬

ট্যাক্স কার্ড নিয়ে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক

এ সময়ের দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। এবার তিনি সেরা করদাতার কার্ড গ্রহণ করলেন। ১১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননাপত্র তুলে দেন অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল।

এ প্রাপ্তি প্রসঙ্গে শাকিব খান গণমাধ্যমকে বলেন, এটি অনেক ভালোলাগার। এ কারণে, আমি আমার দেশের উন্নয়নে নিয়মিত আয়কর দিয়ে যাচ্ছি। মানুষের মধ্যে যে দেশপ্রেম বেড়েছে, মানুষ যে অনেক আগ্রহ নিয়ে কর প্রদান করেন এখন তার প্রমাণ মিলেছে। করোনার প্রবল প্রকোপের সময়টাতেও মানুষ আগ্রহ নিয়ে কর প্রদান করেছেন। মূল কথা হলো আমাদের নিয়মিত কর প্রদান করতে হবে দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য। আমাদের করের টাকা দিয়েই কিন্তু পদ্মা সেতু হয়েছে। সুতরাং আগামীতে দেশের আরও উন্নয়নের জন্য নিয়মিত কর প্রদান করতে হবে। একজন দেশপ্রেমিক হিসাবে, একজন নিয়মিত করদাতা হিসাবে আমি সত্যিই ভীষণ গর্বিত, আনন্দিত।

এ অনুষ্ঠানে অন্য তারকাদের মধ্যে ট্যাক্স কার্ড সম্মাননাপত্র গ্রহণ করেন সংগীতশিল্পী মমতাজ বেগম, তাহসান খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

এ সময় সিনেমার গল্প বাছাইন করে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা। পাশাপাশি ‘প্রিয়তমা’ নামে একটি ছবি সরকারি অনুদানের জন্যও জমা দেওয়া হয়েছে। এ ছবিতে অভিনয় করবেন বলে জানা যায়। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। শাকিব অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘নবাব এলএলবি’। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।