Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

নিজ ভাষায় শিক্ষা উপকরণ পেল পানছড়ির শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ২৬ প্রকার চাকমা ভাষায় প্রণীত শিশুতোষ গল্পের বই তুলে দেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত সেতু-এমএলই প্রকল্পের উদ্যোগে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

গল্পের বইয়ের পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ের প্রাক- প্রাথমিক ও ১ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ড্রয়িং খাতা, রং পেন্সিল, ইরেজার ও স্কিপিং রোপ প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহম্মদ তৌহিদুল ইসলাম উপকরণের সঠিক ব্যবহার ও মনিটরিং এর উপর গুরুত্ব আরোপ করেন।

দীর্ঘদিন ছুটিতে থাকা শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করতে এই উদ্যোগ গ্রহন করা হয় বলে জানিয়েছেন প্রকল্পের প্রজেক্ট অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা।

জ্যোতি চাকমা আরো জানান, করোনাকালীন সময়ে শিশুরা যাতে জাতীয় পাঠক্রমের পাশাপাশি মাতৃভাষায় পড়ালেখা চলমান রাখতে পারে তার জন্য MLE Online School পেইজের মাধ্যমে নিয়মিত মাতৃভাষায় অনলাইন ক্লাশের প্রচার করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের জেলা প্রতিনিধি ও মাষ্টার ট্রেইনার ত্রিপুরা নবলেশ্বর দেওয়ান (লায়ন)।


আরো খবর