শিক্ষা ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪৫

যে কারণে শাস্তি পেল ঢাবির ৩ শিক্ষক

ডেস্ক রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তিন শিক্ষককে পরীক্ষার খাতায় অসঙ্গতিপূর্ণ নম্বর দেওয়ার অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় এ শাস্তি দেওয়া হয়

সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে জানায়, শাস্তি পাওয়া তিন শিক্ষক হলেন- অধ্যাপক ড. এএসএম আতিকুর রহমান, অধ্যাপক ড. গোলাম আজম ও সহকারী অধ্যাপক মাইনউদ্দীন মোল্লা

পরীক্ষায় অসঙ্গতিপূর্ণ নম্বরের কারণে তিন বছর পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে তাদের অব্যহতি দেয় শৃঙ্খলা পরিষদ

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, আমার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই আমি জানি না

অধ্যাপক ড. গোলাম আজম বাংলানিউজকে বলেন, আমি জ্যেষ্ঠতার ভিত্তিতে পরিচালক হতাম কিন্তু আমাকে দেওয়া হয়নি যে কারণে আদালতে মামলা করি এ কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাকে লিখিতভাবে কোনোকিছুই অবহিত করা হয়নি তবে মৌখিক অভিযোগ ছিল

শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, পরীক্ষা সংক্রান্ত অভিযোগের কারণে তিন শিক্ষককে তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে