রাজনীতি ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪৫

আল জাজিরাকে ভাইরাস বলল বিএনপি

ডেস্ক রিপোর্ট

আল জাজিরাকে ভাইরাস সম্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে করোনাভাইরাসে বিশ্ববাসী আতঙ্কগ্রস্ত আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে আতঙ্কগ্রস্ত আল জাজিরা ভাইরাসে এই আল জাজিরা ভাইরাসকে কাউন্টার করার জন্য নতুন নাটক তৈরি করা হচ্ছে জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার মাধ্যমে

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের কারাগারে প্রেরণের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়

এসময় তিনি আরো বলেন, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে কোনো সুযোগ না দিয়ে নড়াইলের একটি আদালতে সাজা দেয়া হলো এরপর এখন আমরা কী দেখতে পাচ্ছি? স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের খেতাব নাকি কেড়ে নেয়া হবে সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের বক্তব্য হচ্ছে এগুলো কিসের জন্য হঠাৎ করে সামনে নিয়ে আসলেন? এগুলোর পেছনে তো সরকার আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সাজা কেন? দেশের এই কীর্তিমান মহানায়কের খেতাব কেন কেড়ে নেয়া হবে?’

আয়োজক সংগঠনের সভাপতি বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আব্দুস সালাম