লাইফ স্টাইল ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:০৭

চুলের অনেক সমস্যায় এক সমাধান

ডেস্ক রিপোর্ট ।।

মানুষের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ চুল। সম্প্রতি আবহাওয়ার প্রভাব, দুশ্চিন্তা, অনিদ্রা সহ নানা কারণেই চুল পড়ার সমস্যায় জর্জরিত আমরা। তবে সব সমস্যাই দূর করা যাবে এই এক ফলের যাদুতে।  

কী ভাবছেন? কোন ফলের কথা বলছি সেটাই তো! কেউ কেউ হয় তো সঠিকটা ভেবেই ফেলেছেন। হ্যাঁ, আমি আমলকির কথাই বলছি। 

আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের মতো মরণ ব্যাধিকে দূরে রাখতে সাহায্য করে। আমলকি চুল ঝরা, রুক্ষ চুলের ঔজ্জ্বলতা বৃদ্ধি, খুশকি, অ্যালোপেশিয়া অ্যারিয়েটাসহ অনেক সমস্যা দূর করতে সিদ্ধহস্ত। 

আমলকিতে আরও রয়েছে ফাইটো কেমিক্যালস, যা চুল ও ত্বক ভালো রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। চলুন জেনে নেই কিভাবে আমলকি চুলের যত্ন নিতে সাহায্য করে। 

চুল বৃদ্ধি ও বিশেষ প্রোটিন তৈরি-

আমাদের বেশির ভাগেরই অভিযোগ যে আমাদের চুল সহজে বড় হয় না। আমলকিতে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস এবং ভিটামিন সি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এই দুই উপাদান মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল লম্বা ও ঘন করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এছাড়া ফাইটোনিউট্রিয়েন্টস চুলে কোলাজেন নামে এক বিশেষ প্রোটিন তৈরি করে। 

প্রাকৃতিক কন্ডিশনার- 

আপনার চুল তৈলাক্ত বা রুক্ষ যেটাই হোক না কেন, চুলকে কন্ডিশনিং করতে এর জুড়ি নেই। এর জন্য আমলকি শুকিয়ে গুঁড়ো তৈরি করে পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি ক্রুন। এই পেস্ট ঘন্টাখানেক মাথায় রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলেই পাবেন ফুরফুরে সুন্দর চুল। 

খুশকি দূর করে- 

আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা ইনফ্যামেশন ও সংক্রমণ প্রতিরোধ করার সাথে সাথে রুক্ষ স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে এবং খুশকি সমস্যা থেকে মুক্তি দেয়। 

চুল পাকা রোধ করে- 

আবহাওয়া, দুশ্চিন্তাসহ বিভিন্ন কারণে অল্প বয়সেই চুল পেকে যায়। যারা এই সমস্যায় ভুগছেন তারা আমলকির তেল ব্যবহার করুন। এই তেল চুল পাকা কমানোর সাথে সাথে চুল ঝরাও কমাবে। 

ক্ষতিপূরণ- 

রোদ, ধুলো, স্ট্রেইনিং, ডাইং, চুল রং করা সহ নানা কারণে চুল ক্ষতিগ্রস্ত হয়। এতে চুল ভেঙ্গে যায়। সাদা হয়ে যায় ও ঝরে পড়ে। এইসব সমস্যা থেকে একমাত্র আমলকির তেলই মুক্তি দিতে পারে। সপ্তাহে অন্তত দুই দিন কাঁচা আমলকির রস চুলের গোড়াতে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। 

আমলকির তেল কোথায় পাবো এমনটাই কি ভাবছেন আপনি? তাহলে জেনে নিন সহজেই আমলকির তেল বানানোর উপায়- 

১ম উপায় 

প্রথমে আমলকি পাতলা করে কেটে ভালোভাবে শুকিয়ে নিন। এবার শুকনো আমলকিগুলো গুঁড়ো করে নারিকেল তেলের সাথে মিশিয়ে রোদ্রে দিন। এখন রোদে গরম হওয়া তেল নিয়মিত মাথার ত্বকে ব্যবহার করুন। 

২য় উপায় 

কাঁচা আমলকি ভালোভাবে বেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে অল্প আঁচে ফুটিয়ে ছেঁকে নিন। এবার একটি পাত্রে ঢেলে নিন। অনেক দিন পর্যন্ত এই তেল সংরক্ষণ করা যাবে। 

জানলেন তো আমলকি কত উপকারি। তাহলে সুস্থ থাকতে আমলকি খান এবং সুস্থ চুল পেতে নিয়ম করে আমলকির তেল ব্যবহার করুন।