আন্তর্জাতিক ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:২০

মুক্তি পেলেন সৌদি আরবের সেই নারী অধিকারকর্মী

ডেস্ক রিপোর্ট

অবশেষে জেল থেকে মুক্তি পেয়েছেন সৌদি আরবে নারীদের অধিকারকর্মী লুজেইন আল হাথলুল তিনি নারীদের গাড়ি চালানোর অধিকার সৌদি আরবে পুরুষের নেতৃত্বাধীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন জন্য কমপক্ষে ১০০০ দিন জেলে কাটানোর পর তিনি মুক্তি পেয়েছেন অর্থাৎ প্রায় তিন বছর তিনি জেলে ছিলেন

বুধবার তার বোন লিনা টুইটে বলেছেন, অবশেষে বাসায় ফিরেছেন লুজেইন তার আরেক বোন আলিয়া আলাদা এক পোস্টে বলেছেন, আল হাথলুল পিতামাতার সঙ্গে সৌদি আরবের বাড়িতে রয়েছেন এটাকে তিনি তার জীবনের সেরা দিন বলে আখ্যায়িত করেছেন তবে তাকে মুক্তি দেয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সৌদি আরব কর্তৃপক্ষ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা

পরে লিনা টুইটারের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বলেছেন, লুজেইন বাড়িতে এলেও তিনি মুক্ত নন এখনও লড়াই শেষ হয়ে যায়নি সব রাজননৈতিক বন্দির মুক্তি না হওয়া পর্যন্ত আমরা পুরোপুরি খুশি হতে পারবো না আল হাথলুলের প্রচারণার কারণে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে ২০১৮ সালে তাকে আটক করা হয় ডিসেম্বরে এক আদালত তাকে সন্ত্রাস সংক্রান্ত অভিযোগে বছরের জেল দেয় এতে আন্তর্জাতিক নিন্দার ঝড় ওঠে তাকে আটকে রাখা হয় ১০০১দিন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় অভিযোগে বলা হয়, তিনি বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন জনশৃংখলা নষ্ট করতে ব্যবহার করছেন ইন্টারনেট এসব অভিযোগকে মিথ্যা বলে বর্ণনা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা অন্যদিকে তার বিরুদ্ধে অভিযোগকে বিচারের নামে প্রহসন বলে আখ্যায়িত করে হিউম্যান রাইটস ওয়াচ