Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

এমপি পাপুলের শাস্তি বাড়ানোর দাবিতে কুয়েতে আপিল

ইন্টারন্যাশনাল ডেস্ক

কুয়েতের আদালতে চার বছরের সাজাপ্রাপ্ত বাংলাদেশের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলসহ দোষীদের শাস্তি বাড়ানোর দাবি জানিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ দেশের জাতীয় নিরাপত্তা বিবেচনায় এই উদ্যোগ নেয়া হয়েছে

দেশটির আরবী দৈনিক "আল-কাবাস" এই খবর প্রকাশ করেছে

পাপুলের অবৈধ কাজে সহায়তা করায়, ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজধারী আদালত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিবসহ দুই স্থানীয় নাগরিকে চার বছরের কারাদণ্ড ৫২ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার টাকা অর্থ জরিমানা করে

কুয়েতে পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের পরিপ্রেক্ষিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের মামলা হয় এরপর ১৭ দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কুয়েতি প্রসিকিউশন

কুয়েতের দুই সংসদ সদস্যের সহায়তায় এবং কুয়েতি কর্মকর্তাদের সহায়তায় অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান বলে কুয়েতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়

উল্লেখ্য, এমপি পাপুলকে মানবপাচার, অর্থপাচার অবৈধ ঘুষের মামলায় গত জুন কুয়েতের নিজ বাসা থেকে আটক করা হয়

 


আরো খবর