খেলাধুলা ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৫৫

যে ৪ কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরাজয়

স্পোর্টস ডেস্ক

চিপকে ভারত শেষবার টেস্ট হেরেছিল ১৯৯৯ সালে এরপর আটটি টেস্টে অপরাজিত ছিল টিম ইন্ডিয়া কিন্তু মঙ্গলবার ( ফেব্রুয়ারী) ভারতের অপরাজিত থাকার রেকর্ড থামিয়ে দেয় রুটবাহিনী একই সঙ্গে ঘরের ১৪টি ম্যাচে ভারতের অপরাজিত থাকার দৌড়ও থেমে গেল এই টেস্ট জিতে ক্যারিয়ারের শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চিপকে ২২৭ রানে হারে ভারত ৪২০ রান তাড়া করতে নেমে মাত্র ১৯২ রানে শেষ হয়ে যায় কোহলি বাহিনী জেমস অ্যান্ডারসন জ্যাক লিচের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাটসম্যানরা মঙ্গলবার পঞ্চম দিনের প্রথম সেশনেই মাত্র ১৪৪ রানে উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত দ্বিতীয় সেশনের শুরুতেই ভারতীয় ইনিংসের লেজ গুটিয়ে দিয়ে চার টেস্টের সিরিজে - এগিয়ে যায় ইংল্যান্ড চিপকে যে কারণে হারলো ভারত-

রুটের বিরুদ্ধে 'নো প্ল্যান বি'-

'লঙ্কা জয়' করে এসে সিরিজ শুরুর আগেই ভারতকে হুমকি দিয়েছিলেন জো রুট সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের - সিরিজ জয়ের নায়ক ছিলেন ক্যাপ্টেন জো রুট লঙ্কার বোলারদের বিরুদ্ধে ২২৮ এবং ১৮৬ রানের ইনিংস খেলা রুটের বিরুদ্ধে প্ল্যানবিছিল না ভারতের ফলে প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের পিটিয়ে ২১৮ রানের ইনিংস খেলেন ইংল্যান্ড ক্যাপ্টেন রুটের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ৫৭৮ রানের বিশাল স্কোর খাড়া করেছিল ইংল্যান্ড

স্পিনাদের মাত্রারিক্ত 'নো-বল'-

প্রথম ইনিংসে ইংল্যান্ডকে রানের পাহাড়ে পৌঁছে দিতে সাহায্য করেছিল ভারতীয় বোলারদের ছন্নছাড়া বোলিং ইংল্যান্ড ইনিংসে অতিরিক্তের খাতায় যোগ হয় ৪৫ রান যার মধ্যে ছিল ২০টি নো-বল এর মধ্যে ৮টি নো-বল করেছেন স্পিনাররা ৬টি নো-বল করেন বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম আর দুটি নো-বল করেন রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসেও ভারতীয় স্পিনাররা ৬টি নো-বল করেন৷ তিনটি করে নো-বল করেন অশ্বিন নাদিম

রিভার্স সুইংয়ে ব্যাটসম্যানদের দুর্বলতা-

বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা আজিংকা রাহানের মতো ব্যাটসম্যানরাও সুইং বোলিংয়ে কুপোকাত জেমস অ্যান্ডারসনের রিভার্স সুইংয়ের সামনে অসহায় আত্মসমপর্ণ করে ভারতীয় টপ-অর্ডার দিনের প্রথম সেশনেই ইংল্যান্ডের জয়ের রাস্তা প্রস্থথ করেন জিমি ইনিংসের ২৭তম ওভারে শুভমন গিল আজিংকা রাহানেকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অ্যান্ডারসন পরে তুলে নেন ঋষভ পন্তকে রিভার্স সুইংয়ে মাত্র ওভারে তিন উইকেট তুলে নেন জিমি বেন স্টোকসের সুইংয়ে বোল্ড হন বিরাটও

রাহানের ধারাবাহিকতার অভাব-

মেলবোর্নে সেঞ্চুরি করে বক্সিং ডে টেস্টে ভারতকে জিতিয়েছিলিনে রাহানে সেটা ছিল গত বছর ডিসেম্বরে কিন্তু নতুন বছরে রাহানের ব্যাটে বড় রান নেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্ট এবং ইংল্যন্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট মিলিয়ে একবারও পঞ্চাশের গণ্ডি ছুঁতে পারেননি কোহলির ডেপুটি শেষ সাতটি ইনিংসে রাহানের স্কোর যথাক্রমে ২৭*, ২২, , ৩৭, ২৪, এবং