অপরাধ ও দুর্নীতি ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪৯

পিকে হালদারের সহযোগীর বিরুদ্ধে যে মামলা দিলো দুদক

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্ট

দুর্নীতি দমন কমিশন (দুদকজ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কানাডায় পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের পাঁচ সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে

গত সোমবার ( ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা- মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কমিশনের পরিচালক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন- সুকুমার মৃধা, তাপসী রানী শিকদার, অসীম কুমার মিস্ত্রি, স্বপন কুমার মিস্ত্রি অনিন্দিতা মৃধা। এই পাঁচজনের মধ্যে সুকুমার মৃধা তার মেয়ে অনিন্দিতা মৃধাকে ২১ জানুয়রি জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে দুদক। গতকাল একই মামলায় অসীম কুমার মিস্ত্রিকে বিকেল ৪টার দিকে গ্রেফতার করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ ব্যবসা অবৈধ কার্যক্রমের মাধ্যমে দেশে-বিদেশে অবৈধ পন্থায় নিজ নামে অন্যদের নামে বেনামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ৭০ লাখ হাজার ৮৫০ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭() ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন।

অভিযোগে আরও বলা হয়, অবৈধ অর্জিত অর্থ বিভিন্ন অবৈধ মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশে স্থানান্তর, রূপান্তর হস্তান্তরের মাধ্যমে পাচার করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর (), () ধারায় শান্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করে।