শিক্ষা ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৬

আল-জাজিরার প্রতিবেদনের নিন্দা জানালো শিক্ষক সমিতি

ডেস্ক রিপোর্ট

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনটি মিথ্যা, মানহানিকর, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দুরভিসন্ধিমূলক বাংলাদেশ বিরোধী আখ্যা দিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির সভাপতি . মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক . মো. আবু সালেহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি আল-জাজিরা উদ্দেশ্যপ্রণোদিত দুরভিসন্ধিমূলক ভাবে বাংলাদেশ সরকারকে নিয়ে বিভ্রান্তিমূলক কল্পকাহিনী তৈরি করে অপপ্রচার করেছে। তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতার নামে মনগড়া তথ্য প্রচারের মাধ্যমে আল- জাজিরা মূলত অপেশাদার হলুদ সাংবাদিকতার পরিচয় দিয়েছে।

ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি, আল-জারিরা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করেছে, যার সত্যতা যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে আল-জাজিরার অপতৎপরতা এবং হেফাজতে ইসলামের আন্দোলনে হতাহতের সংখ্যা নিয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারই প্রমাণ করে।

পূর্বের ন্যায় কাতার ভিত্তিক এই সংবাদমাধ্যমটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বর্তমানেও বাংলাদেশ সরকারবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আল-জাজিরার এই উদ্দেশ্যপ্রণোদিত দুরভিসন্ধিমূলক অপপ্রচার বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বলেই আমরা মনে করি।

আমরা আল-জাজিরা কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন 'All the Prime Minister's Men' প্রচারের মাধ্যমে বাংলাদেশ সরকার বিরোধী মিথ্যা, ষড়যন্ত্রমূলক মনগড়া তথ্য প্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা আল-জাজিরাকে তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ প্রমাণভিত্তিক সংবাদ প্রচারের আহ্বান জানাই। সংবাদমাধ্যম বস্তুনিষ্ঠ প্রমানভিত্তিক সংবাদ প্রচারের মাধ্যমে সমাজ, রাষ্ট্র মানুষের অঙ্গিকার প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি রাষ্ট্রের অসঙ্গতি তুলে ধরবে, এটাই কাম্য। একই সাথে, এই দুরভিসন্ধিমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পূর্বের ন্যায় রাষ্ট্র, সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে কোনো অশক্তির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে এবং ন্যায্যতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।