Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন চলছে। ডিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৪৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৬০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক আট পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৪৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮২টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ এখন পর্যন্ত সিএসইতে ১৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আরো খবর