আন্তর্জাতিক ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০৪:৪৫

অবশেষে ফোর-জি ইন্টারনেট পেল কাশ্মীরের জনগণ

ডেস্ক রিপোর্ট

দীর্ঘ এক বছর আট মাস পর চালু হচ্ছে কাশ্মীরে ফোর-জি ইন্টারনেট এ সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বিশ্বের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘটনা আগে কখনও ঘটেনি

২০১৯ সালে মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হলে সুপ্রিম কোর্টের থেকে পুনরায় চালু করার আদেশও দেওয়া হয়েছিল ইন্টারনেট বন্ধ করে কেন্দ্রটি কাশ্মীরবাসীর বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে সে কথাও বলেছিল সুপ্রিম কোর্ট তারপরই বেশ কয়েক দফায় ভারতের উত্তরের এই কেন্দ্র শাসিত অঞ্চলের বিভিন্ন এলাকায় টুজি ইন্টারনেট চালু হয়েছিল

অবশেষে কাশ্মীরের দু’টি জেলায় ফোর-জি পরিষেবা পরীক্ষামূলক ভাবে চালু করা হয় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে জম্মু ও কাশ্মীর জুড়ে সর্বত্রই উচ্চগতিসম্পন্ন ফোর-জি ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে

কাশ্মীরবাসীর উদ্দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ইন্টারনেটহীন দীর্ঘ সময়ের কথা মনে করিয়ে দিয়ে টুইট করে বলেন, 'ফোর-জি মুবারক' জম্মু ও কাশ্মীরের সর্বত্র ফোর-জি পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে,দেরিতে হলেও শেষ পর্যন্ত যে এই পরিষেবা চালু হয়েছে, এই অনেক'