শিক্ষা ২৮ জুলাই, ২০১৯ ১২:০৬

মাভাবিপ্রবিতে 'শিক্ষা ও চতুর্থ শিল্প বিপ্লব' শীর্ষক সেমিনার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে 'শিক্ষা ও চতুর্থ শিল্প বিপ্লব' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আই.ই.বি) সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নুর। 

 

বিশেষ অতিথি হিসেবে আই.ই.বি-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির, মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম