জাতীয় ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০১:৩৩

নারীর ক্ষমতায়নের প্রশংসায় সুইডিশ রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট

কোভিডকালীন বাংলাদেশের অর্থনীতির চাকা সচল এবং নারীর ক্ষমতায়নের প্রশংসা করেছেন সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে।

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের স্পিকার . শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে সৌজন্য সাক্ষাতের সময় প্রশংসা করেন।

সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালেয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, কোভিড-১৯ পরিস্থিতি, কোভিড-১৯ ভ্যাক্সিনের বর্তমান অবস্থা, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় স্পিকার . শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের অনেক পুরনো বন্ধু সুইডেন। সুইডেনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়।

রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে বলেন, কোভিডকালীন বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের গৃহীত কার্যক্রম প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের অগ্রযাত্রার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।